অনলাইন ডেস্ক | ১২ নভেম্বর ২০২০ | ৫:০৪ অপরাহ্ণ | 89 বার
শর্তসাপেক্ষে অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিশেষ বৈঠকের পর এ তথ্য জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ বিন জায়নুদ্দিন।
মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যম জানায়, সাংবাদিকদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ বিন জায়নুদ্দিন বলেন, আগামী সোমবার থেকে শুরু হবে বৈধকরণ প্রক্রিয়া। ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চলবে এ প্রক্রিয়া।
এই প্রক্রিয়া ইমিগ্রেশন বিভাগ, মালয়েশিয়ার শ্রম বিভাগ এবং অন্যান্য সরকারি সংস্থা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির মানব সম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান।
রি-হিয়ারিং প্রোগ্রাম শেষ হওয়ার পর পরই মালয়েশিয়া সরকারের কাছে বাদ পড়া এবং প্রতারিত অবৈধ কর্মীদের বৈধতা দেওয়ার প্রস্তাব দেন বাংলাদেশের তৎকালীন হাইকমিশনার মুহাম্মদ শহীদুল ইসলাম। বিষয়টি নিয়ে বিভিন্ন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। কুয়ালালামপুর ছাড়ার আগেও বৈঠক করেন মালয়েশিয়া সরকারের সঙ্গে। পরে মালয়েশিয়া সরকার বাদ পড়া ও অবৈধ কর্মীদের বৈধতা দেবে বলে জানিয়েছিলেন তৎকালীন হাইকমিশনার।
বাংলাদেশ সময়: ৫:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।