ajkervabna.com
শনিবার ১৯শে জুন, ২০২১ খ্রিস্টাব্দ ৫ই আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ

ইসরায়েলের অবরোধে ইতিহাসের ভয়াবহতম স্বাস্থ্য সংকটে গাজা

অনলাইন ডেস্ক | ০৯ ডিসেম্বর ২০২০ | ৫:৫০ অপরাহ্ণ | 93 বার

ইসরায়েলের অবরোধে ইতিহাসের ভয়াবহতম স্বাস্থ্য সংকটে গাজা

গাজায় করোনাভাইরাস পরীক্ষা আর হচ্ছে না, নতুন রোগীদের ইনটেন্সিভ কেয়ার ও অক্সিজেন প্রদানও বন্ধ হওয়ার পথে। ইসরায়েলের অবরোধের কারণে ফিলিস্তিনের এই উপত্যকায় স্বাস্থ্য ব্যবস্থা বর্তমানের চরম সংকটের মুখে পড়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এ খবর জানিয়েছে।

সোমবার গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, করোনাভাইরাস শনাক্তের জন্য পিসিআর পরীক্ষার সরঞ্জাম শেষ হয়ে গেছে। ফলে সেখানে ইতোমধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া করোনা সংক্রমণের পরিস্থিতি নির্ধারণ করা আর সম্ভব হচ্ছে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় ২০০ টেস্টিং কিট পাঠানোর ব্যবস্থা করছে তবে কর্তৃপক্ষ বলছে এগুলো দিয়ে মাত্র এক সপ্তাহ পরীক্ষা চালানো সম্ভব হবে।

এদিকে ৮০ শতাংশ আইসিউ শয্যাতে ইতোমধ্যেই রোগী ভর্তি আছে। ফলে নতুন রোগীর ভর্তি হলে তাদেরকে আর অক্সিজেন প্রদান করা সম্ভব হবে না বলে আশঙ্কা করা হচ্ছে।

তের বছর ধরে চলা ইসরায়েলের অবরোধের কারণে গাজার স্বাস্থ্য ব্যবস্থা সবসময়েই সংকটে ছিল। তবে অবরোধের পাশাপাশি মহামারির কারণে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে।

করোনায় আক্রান্ত হওয়া সেখানকার সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা আবদুল্লাহ হাজ বলেন, ‘গাজায় এখন পর্যন্ত আমরা যত স্বাস্থ্য সংকট মোকাবিলা করেছি এর মধ্যে এখনকার পরিস্থিতিই সবচেয়ে ভয়াবহ।’

তিনি জানান, ২০১৪ সালে ঘটা ইসরায়েল-গাজা যুদ্ধের চেয়েও এই পরিস্থিতি বেশি সংকটময়। সে সময় এক হাজার ফিলিস্থিনি নিহত ও আরও ১১ হাজার ব্যক্তি আহত হয়েছিল।

‘আমাদের চোখের সামনেই স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সহায়তা যদি আমরা না পাই তাহলে মৃত্যুই হবে শেষ পরিণতি’, যোগ করেন হাজ।

বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ অঞ্চল গাজায় করোনা সংক্রমণ রোধে মিলিশিয়া গোষ্ঠী হামাস সেখানে নতুন করে কড়া লকডাউন জারি করেছে। তবে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ২৫ মাইল দীর্ঘ ও ২০ লাখ লোকের এই আবাসস্থলে লকডাউন কার্যকর করা প্রায় অসম্ভব।

ডব্লিউএইচও’র নিয়মিত পরীক্ষা এবং মিশর ও ইসরায়েল থেকে আসা প্রত্যেকের আইসোলেশন কার্যকর করার ফলে গাজা করোনাভাইরাসের প্রথম ঢেউ উতড়ে যেতে সক্ষম হয়েছিল। কিন্তু বর্তমানে সংক্রমণ অনেক ছড়িয়ে পড়ায় ও স্বাস্থ্য ব্যবস্থার সংকটে পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক হচ্ছে।

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ৫:৫০ অপরাহ্ণ | বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০

ajkervabna.com |

advertisement
advertisement
আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
advertisement

©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।