ajkervabna.com
শুক্রবার ৬ই আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ ২২শে শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ

এবারই প্রথম একসঙ্গে আয়ুষ্মান-সারা

বিনোদন ডেস্ক | ১৫ নভেম্বর ২০২০ | ৯:৪৫ পূর্বাহ্ণ | 128 বার

এবারই প্রথম একসঙ্গে আয়ুষ্মান-সারা

জনপ্রিয় বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিচ্ছেন তিনি। এবার সারা আলী খানের সঙ্গে জুটি বাঁধবেন এই অভিনেতা। মিড-ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রযোজক দিনেশ বিজনের নতুন একটি সিনেমায় অভিনয় করবেন আয়ুষ্মান। রোমান্টিক-কমেডি ঘরানার এই সিনেমার জন্য নতুন একটি জুটি চাইছেন নির্মাতারা। প্রাথমিকভাবে সারা আলী খানকে নেওয়ার কথা ভেবেছেন তারা। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। সবকিছু ঠিক থাকলে এটি হবে আয়ুষ্মান ও সারার একসঙ্গে প্রথম সিনেমা। একটি সূত্র সংবাদমাধ্যমটিতে জানায়, রোমান্টিক-কমেডি হলেও সিনেমাটিতে একটি বার্তা থাকবে। বর্তমানে আয়ুষ্মান ও সারা একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এরপরই দিনেশ বিজনের এই সিনেমার কাজ শুরু করবেন তারা। আয়ুষ্মান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গুলাবো সিতাবো’। করোনাভাইরাসের কারণে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পায় এটি। বর্তমানে ‘চ-ীগড় করে আশিকি’ সিনেমার শুটিং করছেন এই অভিনেতা। অন্যদিকে, ‘কুলি নম্বর ওয়ান’র প্রচার শেষে ‘আতরাঙ্গি রে’ সিনেমার শুটিং করবেন সারা।

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ৯:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২০

ajkervabna.com |

advertisement
এ বিভাগের সর্বাধিক পঠিত
advertisement
আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
advertisement

©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।