ajkervabna.com
শুক্রবার ১৮ই জুন, ২০২১ খ্রিস্টাব্দ ৪ঠা আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ

এবার প্রকাশ্যে ধুমপান করে প্রতিবাদ জানালেন তরুণীরা

অনলাইন ডেস্ক | ১২ ডিসেম্বর ২০২০ | ১০:২৯ পূর্বাহ্ণ | 77 বার

এবার প্রকাশ্যে ধুমপান করে প্রতিবাদ জানালেন তরুণীরা

রাজশাহীর সার্কিট হাউজ রোডের পাশে বসে প্রকাশ্যে ধূমপানের কারণে সম্প্রতি স্থানীয় কিছু মানুষের আক্রমণের শিকার হয়েছিলেন এক তরুণী। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে।

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ঘটনাস্থলে বেশ কয়েকজন তরুণী অবস্থান নেন। তারা সেখানে প্রকাশ্যে ধুমপান করে প্রতিবাদ জানান। এসময় তারা খালি গলায় গান গেয়ে আনন্দ করেন। তবে এসময়ও এক যুবককে প্রকাশ্যে ধুমপানের প্রতিবাদ জানিয়ে ও তরুণীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেছে। তবে ওই যুবকের পরিচয় জানা যায়নি।

গত রবিবার (৬ ডিসেম্বর) বিকালে, এক তরুণের সঙ্গে ওই তরুণী সার্কিট হাউস রোডের পাশে ফুটপাতে থাকা ইটের বেঞ্চে বসে ধূমপান করছিলেন। তখন তাকে গিয়ে প্রথমে বাধা দেন শহিদ হোসেন বারেক নামের এক ব্যক্তি। খোঁজ নিয়ে জানা গেছে, বারেকের বাড়ি নগরীর কাজিহাটা এলাকায়, তিনি গণপূর্ত অধিদপ্তরের একজন ঠিকাদার। যুবলীগের ওয়ার্ড পর্যায়ের নেতা ছিলেন। ওয়ার্ড কাউন্সিলর পদে ভোট করে ফেল করেন। ভোটে তার জামানত হারাতে হয়। তিনিই উগ্র ভাষা ব্যবহার করে ওই তরুণীকে স্থান ত্যাগ করতে বাধ্য করেন।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘আমরা ওই তরুণীর বিষয়টি জানি। ভিডিওটিও দেখেছি। ভুক্তভোগীদের পক্ষ থেকে একটা লিখিত অভিযোগ পাওয়া গেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা যেতো। কিন্তু কোন অভিযোগ পাইনি।’

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ১০:২৯ পূর্বাহ্ণ | শনিবার, ১২ ডিসেম্বর ২০২০

ajkervabna.com |

advertisement
এ বিভাগের সর্বাধিক পঠিত
advertisement
আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
advertisement

©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।