অনলাইন ডেস্ক | ১১ নভেম্বর ২০২০ | ৪:৫৫ অপরাহ্ণ | 90 বার
এবার বিয়ে করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডান। দিনক্ষণ ঠিক না হলেও এখন আপাতত নিজের বিয়ের পরিকল্পনা করছেন এই কন্যা সন্তানের জননী। বুধবার দেশটির নিউ প্লেমাউথ শহরে এক সংবাদ সম্মেলনে জেসিন্ডা এসব কথা জানান।
তিনি বলেন, আমাদের কিছু পরিকল্পনা আছে, তবে কিছুটা সময় লাগবে।
সবার সঙ্গে শেয়ার করার আগে আমাদের পরিকল্পনাগুলো আমাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে।
উল্লেখ্য, ৪০ বছর বয়সী জেসিন্ডা ৪৪ বছর বয়সী টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের সঙ্গে সম্পর্কে আবদ্ধ। তাদের দুই বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে। গত মাসে নিউ জিল্যান্ডের সাধারণ নির্বাচনে অডার্নের নেতৃত্বাধীন লেবার পার্টি বড় ধরনের বিজয় অর্জন করেছে।
এতে বর্তমান এ প্রধানমন্ত্রীর দ্বিতীয় মেয়াদে থাকা নিশ্চিত হয়েছে। এবার নির্বাচনে জেসিন্ডার দল ৫০ বছরের ইতিহাসে সব চাইতে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। সূত্র : রয়টার্স।
বাংলাদেশ সময়: ৪:৫৫ অপরাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২০
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।