অনলাইন ডেস্ক | ১২ নভেম্বর ২০২০ | ১:৩৭ পূর্বাহ্ণ | 21 বার
ইসলামি প্রজাতন্ত্র ইরানে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে একদিনে রেকর্ডসংখ্যক ৪৬২ জন রোগী মারা গেছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ (বুধবার) এ তথ্য জানিয়েছেন।
তিনি গত ২৪ ঘন্টার হিসাবে জানান, করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর এই প্রথম দেশে একদিনে এত বেশি সংখ্যক মানুষের মৃত্যু হলো। সিমা সাদাত লারি জানান, নতুন ৪৬২ জনের মৃত্যুর ফলে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৯ হাজার ৬৬৪ জনে।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় দেশে ১১ হাজার ৭৮০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন যার মধ্যে তিন হাজার ৩৩৯ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
সীমা সাদাত জানান, এ পর্যন্ত ইরানের সাত লাখ ১৫ হাজার ৬৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন যার মধ্যে পাঁচ লাখ ৩৬ হাজার ১০৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
ইরানের এ মুখপাত্র জানান, হাসপাতালে ভর্তি ৫,৬০০ একজন রোগী মারাত্মক অবস্থায় রয়েছেন যাদেরকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। ইরানে এ পর্যন্ত ৫৪৩ লাখ ৪৪ হাজার ৮২১ জনকে করোনার পরীক্ষা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।