অনলাইন ডেস্ক | ০২ ডিসেম্বর ২০২০ | ৯:৪৫ অপরাহ্ণ | 78 বার
মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার (২ ডিসেম্বর) রাতে আক্রান্ত হয়ে তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) মুন্সিগঞ্জে দিনভর নানা অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকায় ফেরেন। এরপর তার শরীরে করোনা উপসর্গ দেখা দেওয়ায় করোনা পরীক্ষা করেন। পরবর্তীতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
এর সপ্তাহ খানেক আগে তার স্ত্রীর করোনা শনাক্ত হয়। তিনিও রাজধানী ঢাকার ধানমন্ডির বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। পরে সবার পরামর্শে স্বামী-স্ত্রী দুজনই বুধবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে জাতীয় সংসদের সাবেক হুইপ মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলিরও মঙ্গলবার (১ ডিসেম্বর) করোনা শনাক্ত হয়। তিনি মঙ্গলবারই ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তার এপিএস নাসিরেরও করোনা শনাক্ত হয়েছে।
অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি ধারণা করছেন, অফিসে বসে কাজ করার সময় এই এপিএস কাগজপত্র স্বাক্ষর করিয়েছেন তখনই হয়তো সংক্রমিত হয়েছেন। তিনিও সুস্থ আছেন। সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
বাংলাদেশ সময়: ৯:৪৫ অপরাহ্ণ | বুধবার, ০২ ডিসেম্বর ২০২০
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।