অনলাইন ডেস্ক | ১৩ মার্চ ২০২১ | ৮:০৯ অপরাহ্ণ | 53 বার
গোপালগঞ্জের কাশিয়ানীতে জোরপূর্বক মুক্তিযোদ্ধার বসতভিটার গাছ কেটে ফেলার ঘটনায় মামলা দায়ের হয়েছে।
মামলার এজাহারভূক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১২ মার্চ) বিকালে মুক্তিযোদ্ধার স্ত্রী শাহিনা বানু বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন কাশিয়ানী সদরের বাসিন্দা মৃত নারায়ন চন্দ্র মালোর ছেলে তাপস মালো (৪০) ও স্বপন মালো (৩৮)।
মামলা সূত্রে জানা গেছে, গত ৫ মার্চ সকালে আসামীরা কাশিয়ানী সদরের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মোঃ তৈয়ব আলীর বসতবাড়িতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে লোকজন নিয়ে প্রবেশ করে। বাড়িতে থাকা বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক কেটে ফেলে। যার মূল্য প্রায় দেড় লাখ টাকা। মুক্তিযোদ্ধার স্ত্রী শাহিনা বানু আসামীদের গাছ কাটতে বাঁধা দিতে গেলে আসামীরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং কিলঘুষি মেরে আহত করে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আজিজুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মামলার দুইজন আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
বাংলাদেশ সময়: ৮:০৯ অপরাহ্ণ | শনিবার, ১৩ মার্চ ২০২১
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।