অনলাইন ডেস্ক | ০৮ নভেম্বর ২০২০ | ৩:১৮ পূর্বাহ্ণ | 18 বার
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ১৩ বছরের এক কিশোরের ব্যাগে পাওয়া গেল ৪০ হাজার ইয়াবা। যার মূল্য এক কোটি ২০ লাখ টাকা।
শনিবার ৪০ হাজার ইয়াবাসহ বিজিবির হাতে ধরা পড়ে এক কিশোর।
জানা গেছে, ইয়াবা ভর্তি ব্যাগ নিয়ে মিয়ানমার থেকে আসার পথে শনিবার ভোরে উখিয়ার পালংখালী ইউপির ঘাটিবিল নামক সীমান্ত এলাকায় বিজিবির হাতে ধরা পড়ে কিশোর মোহাম্মদ ফয়সাল। সে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির নয়াপাড়া গ্রামের বাসিন্দা আবুল কালামের ছেলে।
কক্সবাজারের বিজিবি-৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে পাচার হবে। এ রকম সংবাদ পেয়ে ঘুমধুম বিওপির সদস্যরা পালংখালীর ঘাটিবিল নামক স্থানে ওৎ পেতে থাকেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে একজন সন্দেহভাজন এক কিশোরকে আটক করে। পরে তার ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভেতরে অভিনব কায়দায় লুকানো ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পাচারকারি কিশোরকে ইয়াবাসহ উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৩:১৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ নভেম্বর ২০২০
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।