অনলাইন ডেস্ক | ১২ নভেম্বর ২০২০ | ৩:৫৯ অপরাহ্ণ | 10 বার
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মিল্টনবাজার এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে শ্যালোইঞ্জিন চালিত একটি নসিমনের সংঘর্ষে বেলায়েত মোল্লা (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলায়েত একই উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামের মকিত মোল্লার ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত নসিমনটির চালক বলে জানা গেছে।
আহতরা তিনজন হলেন- পিকআপ ভ্যান চালক ও দুই স্টাফ। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা নসিমনচালক বেলায়েতসহ আহত চার জনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক বেলায়েতকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন হাসপাতালটিতে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ৩:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।