অনলাইন ডেস্ক | ০৮ নভেম্বর ২০২০ | ১১:১৪ পূর্বাহ্ণ | 18 বার
গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ঘোনাপাড়া ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মলয় রায় জানিয়েছেন, সকালে বেদগ্রাম এলাকায় রাস্তায় রক্তাক্ত মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১১:১৪ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ নভেম্বর ২০২০
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।