অনলাইন ডেস্ক | ০৭ নভেম্বর ২০২০ | ৪:৫১ অপরাহ্ণ | 19 বার
পাবনার চাটমোহরে শনিবার সকালে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধ হলেন উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা উত্তরপাড়া গ্রামের মৃত সকাল প্রাং এর ছেলে বাদল প্রাং (৬৬)। চাটমোহর-ছাইকোলা সড়কের কাটেঙ্গা বৌবাজারে এই দূর্ঘটনা ঘটে।
জানা গেছে,সকাল ১০টার দিকে বৃদ্ধ বাদল প্রাং সড়কের পাশে হাঁটাহাটি করছিলেন। এ সময় কাটেঙ্গা দক্ষিণপাড়া গ্রামের মোহাম্মদ আলী জিন্নাহর ছেলে জনি মোটরসাইকেল চালিয়ে এসে তাকে সজোরে ধাক্কা দিলে ছিটকে পড়ে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। চাটমোহর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ৪:৫১ অপরাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২০
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।