অনলাইন ডেস্ক | ২১ নভেম্বর ২০২০ | ৬:৪৬ অপরাহ্ণ | 16 বার
দেশের ১৫টি চিনিকল বন্ধের সুক্ষ ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদের চিনি শিল্প রক্ষার্থে ৩ দফা দাবিতে চিনিকলের মূল ফটকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আখচাষি ফেডারেশন ও শ্রমিক-কর্মচারী ফেডারেশনের যৌথ উদ্যোগে এবং সেতাবগঞ্জ চিনিকল আখচাষি কল্যান সমিতি ও শ্রমিক ইউনিয়নের আয়েজনে এই সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকলের মূল ফটকে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
দাবিগুলোর মধ্যে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিনি শিল্পকে বাচাঁতে হবে, একই সঙ্গে দেশের ১৫টি চিনিকল চালু করতে হবে, আখচাষ বন্ধের প্রকৃত কারণ জানাতে হবে।”
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সেতাবগঞ্জ চিনিকল আখচাষী সমিতির সভাপতি মোঃ ফয়জুল আলম চৌধুরী বাবলু, বাংলাদেশ চিনিকল ফেডারেশনের সাবেক সভাপতি মোঃ ওবাইদুল হক, চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার চৌহান, সহ-সভাপতি এবিএম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস আলী, যুগ্ন সম্পাদক মোঃ মিলন, দপ্তর সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি মোঃ আমজাদ হোসেন, আখচাষী মোঃ মামুনুর রশিদ নবাব, আব্দুল্লাহ আল মামুন, মৌসুমী শ্রমিক মোঃ মাহবুব আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ৬:৪৬ অপরাহ্ণ | শনিবার, ২১ নভেম্বর ২০২০
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।