ajkervabna.com
শনিবার ১৯শে জুন, ২০২১ খ্রিস্টাব্দ ৫ই আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ

ছাত্রাবাসে মেডিকেল কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

অনলাইন ডেস্ক | ১৯ ডিসেম্বর ২০২০ | ৮:৫৮ পূর্বাহ্ণ | 94 বার

ছাত্রাবাসে মেডিকেল কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

নগরীর পীরজাবাদ এলাকায় বেসরকারি মেডিকেল কলেজের শেষ বর্ষের শহিদুল ইসলাম ওলি নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে ওই লাশ উদ্ধার করা হয়। সে রংপুর প্রাইম মেডিকেল কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

নিহত শহিদুল ইসলাম ওলি কুড়িগ্রাম সদর উপজেলার আব্দুল হকের ছেলে। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জনান, পুলিশ এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেবে।

ছাত্রাবাসের গার্ড রফিকুল ইসলাম মণ্ডল জানান, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে হঠাৎ শিক্ষার্থীরা চিৎকার ও ছোটাছুটি করতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা চিৎকার করে বলতে থাকেন ওলি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

পরে দ্রুত তাকে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ছাত্রাবাসের একাধিক শিক্ষার্থী জানান, ওলি করোনার জন্য বাড়িতে গিয়েছিলেন। তিনি বৃহস্পতিবার বাড়ি থেকে ফিরে আসেন। কিন্তু ঘটনার রাতে হঠাৎ ওলি রুমের দরজা বন্ধ করে দেন। তাদের সন্দেহ হলে রুমের দরজা ভেঙে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশিতে ঝুলে তিনি আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে ওই ছাত্রাবাসের স্বত্বাধিকারী শাহাদৎ হোসেন জানান, নিরাপত্তার জন্য ছাত্রাবাসে সিসিটিভি রয়েছে। প্রয়োজনে ওই সিসিটিভির ফুটেজ দেখে জানা যাবে কী হয়েছিল ঘটনার সময়। তার পরিবারের লোকজন এসে লাশ নিয়ে গেছেন।

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ৮:৫৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০

ajkervabna.com |

advertisement
এ বিভাগের সর্বাধিক পঠিত
advertisement
আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
advertisement

©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।