অনলাইন ডেস্ক | ২২ নভেম্বর ২০২০ | ৯:০২ পূর্বাহ্ণ | 9 বার
দোকান থেকে বাড়ি ফেরার পথে নাটোরের নলডাঙ্গায় ছিনতাইকারীদের হামলায় অরুণ শর্মা (৬৩) নামে এক বৃদ্ধ ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি নলডাঙ্গা সোনাপাতিল গ্রামের মৃত কালী মোহন শর্মার ছেলে।
শনিবার দিবাগত রাত ১টায় (২২ নভেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে শনিবার রাত ৯টার দিকে সোনাপাতিল গ্রামে ছিনতাইকারীদের হামলার শিকার হন তিনি।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শনিবার রাত ৯টার দিকে অরুণ শর্মা নলডাঙ্গা বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে সোনাপাতিল গ্রামে তার নিজ বাড়িতে ফিরছিলেন। পথে নলডাঙ্গা ব্রিজ এলাকা পাড় হয়ে সোনাপাতিল গ্রামের রাস্তায় নামলে পেছন থেকে লোহার রড দিয়ে আঘাত করেন ছিনতাইকারীরা। তখন অরুন শর্মা গুরুতর জখম হয়ে রাস্তায় পড়ে গেলে তার কাছে থাকা প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান ছিনতাইকারীরা। পরে তার চিৎকারে আশপাশের লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টার দিকে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। পাশাপাশি ছিনতাইকারীদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ৯:০২ পূর্বাহ্ণ | রবিবার, ২২ নভেম্বর ২০২০
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।