অনলাইন ডেস্ক | ১৯ নভেম্বর ২০২০ | ৯:৪৫ পূর্বাহ্ণ | 22 বার
জমি নিয়ে বিরোধের জেরে নরসিংদী শহরের ইউএমসি জুট মিল এলাকায় এক গৃহশিক্ষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাসেল মৃধা (৩৫) শিবপুরের বাঘাবো এলাকার হানিফ মৃধার ছেলে।
নিহতের ভাই তারেক জানিয়েছেন, ১৭ বছর ধরে রাসেল মৃধার সঙ্গে একই এলাকার বেলায়েতদের জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে আদালতে পাল্টাপাল্টি মামলা চলমান। সম্প্রতি মামলাটি রায়ের অপেক্ষায় রয়েছে।
মামলা-মোকাদ্দমা ও দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন রাসেলের পিছু নেয়। বুধবার সন্ধ্যার পর রাসেল শিক্ষার্থী পড়াতে শিবপুর থেকে নরসিংদী ইউএমসি জুট মিল এলাকায় আসেন।
টিউশন শেষে বাড়ি ফেরার পথে ইউএমসি জুট মিল এলাকায় প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ৯:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।