অনলাইন ডেস্ক | ০৮ নভেম্বর ২০২০ | ৫:৪১ পূর্বাহ্ণ | 298 বার
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরাম (সাল্ফ)। একই সঙ্গে বাইডেনের রানিংমেট প্রথম মার্কিন নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও অভিনন্দন জানিয়েছে সংগঠনটি। তাদের জন্য অভিনন্দন বার্তা পাঠিয়েছেন সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরাম (সাল্ফ) এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ ও জেনারেল সেক্রেটারি এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান। তাঁরা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
অভিনন্দন বার্তায় জো বাইডেনের উদ্দেশে নেতৃদ্বয় বলেন, তাঁর এই ঐতিহাসিক বিজয়ে বন্ধুপ্রতিম মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণও আনন্দিত।
সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরাম (সাল্ফ) নেতৃদ্বয় প্রত্যাশা করেন, জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন এবং একই সঙ্গে বিশ্বে শান্তি, নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বলিষ্ট ভূমিকা রাখবেন।
বাংলাদেশ সময়: ৫:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ নভেম্বর ২০২০
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।