ajkervabna.com
বৃহস্পতিবার ১৫ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ ২রা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ

নভেম্বরে ৩৫৩ নারী ও শিশু নির্যাতনের শিকার

অনলাইন ডেস্ক | ০২ ডিসেম্বর ২০২০ | ১:৩৮ অপরাহ্ণ | 14 বার

নভেম্বরে ৩৫৩ নারী ও শিশু নির্যাতনের শিকার

চলতি বছর শুধু নভেম্বর মাসে ৩৫৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে বলে জনিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এর মধ্যে ১৮৮ জন কন্যাশিশু নির্যাতন এবং ১৬৩ জন নারী ধর্ষণের শিকার হয়েছে।

সংস্থাটি ১৩ দৈনিকে প্রকাশিত সংবাদের তথ্য ধরে একটি রিপোর্ট প্রকাশ করেছে।

মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে মোট ৩৫৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। তার মধ্যে ১৮ জন গণধর্ষণসহ মোট ১৫৩ জন ধর্ষণের শিকার হয়েছে। এই তালিকায় ৯৪ জন কন্যাশিশু ধর্ষণ ও ৭ জন কন্যাশিশু গণধর্ষণের শিকার হয়। এ ছাড়া ৭ জন শিশুসহ ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৫ জনকে। শ্লীলতাহানির শিকার হয়েছে ৫ জন। এর মধ্যে ৩ জন শিশু রয়েছে। ৬ জন শিশুসহ ৭ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে।

এসব ঘটনা ছাড়াও অ্যাসিড দগ্ধের শিকার হয়েছে ৪ জন শিশু এবং অ্যাসিড দগ্ধের কারণে মৃত্যু হয় একজনের। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ৪ জন, তার মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। উত্ত্যক্তের শিকার হয়েছে ৭ জন। ১১ শিশুকে অপহরণ করা হয়। পাচারের শিকার হয়েছে ৫ জন। তার মধ্যে শিশু পাচারের শিকার হয়েছে ১ জন। বিভিন্ন কারণে ১২ জন শিশুসহ ৩৮ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ৫ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতন হয়েছে ৯ জন। তার মধ্যে ৪ জন যৌতুকের কারণে হত্যা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৪ জন শিশুসহ মোট ১১ জন। বিভিন্ন নির্যাতনের কারণে ৫ জন শিশুসহ আত্মহত্যা করেছে ১৩ জন এবং ১২ জন শিশুসহ ৪৩ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিয়ে সংক্রান্ত ঘটনা ঘটেছে ১৪টি। সাইবার ক্রাইম অপরাধের শিকার ১ জন শিশুসহ ৩ জন।

Facebook Comments

বাংলাদেশ সময়: ১:৩৮ অপরাহ্ণ | বুধবার, ০২ ডিসেম্বর ২০২০

ajkervabna.com |

advertisement
এ বিভাগের সর্বাধিক পঠিত
advertisement
আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
advertisement

এডিটর ইন চিফ : অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ

নির্বাহী সম্পাদক : অ্যাডভোকেট শেখ সাইফুজ্জামান
সহযোগী সম্পাদক : ড. মোহাম্মদ এনামুল হক এনাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
বাড়ি# ১৬৭, রোড# ০৩, লেভেল ৫, মহাখালি ডিওএইচএস, ঢাকা।
ajkervabna.com@gmail.com or info@ssa-bd.com, +880 16 8881 6691

©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।