অনলাইন ডেস্ক | ১৯ নভেম্বর ২০২০ | ৬:৪৮ অপরাহ্ণ | 48 বার
নরসিংদী জেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম হিরু এবং সাধারণ সম্পাদক আ. মতিন ভূঞাকে তাদের পদ থেকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। দলের গঠনতন্ত্রের বিধি মোতাবেক এই অব্যাহতি দেয়া হয়।
বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জি এম তালেবকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মো. আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
নরসিংদী আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জেরে কেন্দ্র এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তাদের কারণে দলীয় শৃঙ্খলা নষ্ট হচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।
বাংলাদেশ সময়: ৬:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।