আন্তর্জাতিক ডেস্ক | ১৫ নভেম্বর ২০২০ | ১:৪১ অপরাহ্ণ | 88 বার
যুক্তরাস্ট্রের নর্থ ডাকোটা রাজ্যে করোনা ভাইরাস সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে। তাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে সেখানে প্রকাশে মুখে মাস্ক পরা বাধ্যতামুলক করা হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের ৩৫টি রাজ্যে এমন ব্যবস্থা নেয়া হলো। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রে বর্তমানে ৩৮টি রাজ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা রেকর্ড গড়েছে। ১৭ টি রাজ্যে মৃত্যুর রেকর্ড গড়েছে। আর ২৫টি রাজ্যে হাসপাতালে করোনা রোগীর সংখ্যা রেকর্ড গড়েছে।
শুক্রবার দিনশেষে নর্থ ডাকোটার রিপাবলিকান গভর্নর ডগ বার্গাম এক বিবৃতিতে বলেছেন, আমাদের রাজ্যের পরিস্থিতি পাল্টে গেছে। তাই আমাদেরকেও পরিবর্তন হতে হবে। একই রকম আরেকটি বিবৃতিতে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়। তিনি রেস্তোরাঁ এবং বারে তাদের রাতের খাবারের সক্ষমতা শতকরা ৫০ ভাগে নামিয়ে আনতে বলেছেন। একই সঙ্গে রাত ১০টার মধ্যে তা বন্ধ করারও নির্দেশ দিয়েছেন। অন্য রাজ্যগুলোর গভর্নররাও একই রকম নির্দেশ দিয়েছেন। কারণ, গভীর রাতের যেসব পার্টি হয় বা জনসমাগত হয় তা থেকে করোনা ভাইরাস বিস্তারের ঝুঁকি থাকে বেশি।
বাংলাদেশ সময়: ১:৪১ অপরাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২০
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।