অনলাইন ডেস্ক | ১৬ নভেম্বর ২০২০ | ৯:৪১ পূর্বাহ্ণ | 13 বার
চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে খুলশী থানাধীন টাইগারপাস সংলগ্ন বাটালি হিল সড়কে পেট্রলপাম্পের বিপরীতে পাহাড়ের পাদদেশ থেকে একটি লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
খুলশী থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে টাইগারপাস পেট্রলপাম্পের বিপরীতে পাহাড়ের পাদদেশ থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে ওই ব্যক্তির নাম আবু হানিফ। তিনি নগরীর ব্যাটারি গলির বাসিন্দা। ওই ব্যক্তির পরনে জিন্সের প্যান্ট আর টি-শার্ট ছিল। শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।
মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ৯:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ নভেম্বর ২০২০
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।