ajkervabna.com
শুক্রবার ১৬ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ

পুড়ে ছাই হয়ে গেছে ৭ তলা বস্তির ৬০-৭০টি ঘর, হবে তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক | ২৪ নভেম্বর ২০২০ | ৯:১৬ পূর্বাহ্ণ | 21 বার

পুড়ে ছাই হয়ে গেছে ৭ তলা বস্তির ৬০-৭০টি ঘর, হবে তদন্ত কমিটি

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। সোমবার দিবাগত রাতে ১টায় ঘটনাস্থলে গিয়ে এ কথা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।

তিনি সাংবাদিকদের বলেন, ‌‘আগুন লাগার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে।

আগুনে ক্ষয়-ক্ষতির বিষয়ে তিনি ধারণা করে বলেন, ভস্মীভূত ঘরের সংখ্যা ৪০ থেকে ৬০টির মধ্যে হতে পারে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তবে স্থানীয় বাসিন্দারা গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, বস্তিতে ৩শ’র মতো দোকানপাট ছিল। সবই পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রাত ১১টা ৪৭ মিনিটে এ আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট যায়। আগুনের মাত্রা বেড়ে যাওয়ায় পরে আরও ৩ ইউনিট সেখানে পাঠানো হয়। এর আগে ২০১২, ২০১৫ ও ২০১৬ সালেও এই সাততলা বস্তিতে আগুন লেগেছিল।

Facebook Comments

বাংলাদেশ সময়: ৯:১৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০

ajkervabna.com |

advertisement
এ বিভাগের সর্বাধিক পঠিত
advertisement
আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
advertisement

এডিটর ইন চিফ : অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ

নির্বাহী সম্পাদক : অ্যাডভোকেট শেখ সাইফুজ্জামান
সহযোগী সম্পাদক : ড. মোহাম্মদ এনামুল হক এনাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
বাড়ি# ১৬৭, রোড# ০৩, লেভেল ৫, মহাখালি ডিওএইচএস, ঢাকা।
ajkervabna.com@gmail.com or info@ssa-bd.com, +880 16 8881 6691

©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।