অনলাইন ডেস্ক | ২৬ নভেম্বর ২০২০ | ১২:০৫ অপরাহ্ণ | 12 বার
বরিশালের গৌরনদী উপজেলায় পাশের বাড়ি খেলতে যাওয়ায় ৪ বছরের শিশুর যৌনাঙ্গে গরম খুন্তির ছ্যাঁকা দিয়েছে মামী শাহানাজ।
বুধবার (২৫ নভেম্বর) এ ঘটনায় শাহানাজ পারভীনকে আটক করেছে গৌরনদী থানার পুলিশ।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, গত ২১ নভেম্বর বিকেলে শিশুটি প্রতিবেশীর বাড়িতে খেলতে গেলে তার মামী শাহানাজ পারভীন ক্ষিপ্ত হয়ে তার নাভি ও যৌনাঙ্গে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেয়। বিষয়টি জানতে পেরে বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, পারিবারিক ঝগড়ার কারণে শিশুর বাবা মা একসঙ্গে না থাকায় সে উপজেলার বাদামতলী গ্রামে মামার বাড়িতে থাকতো।
এই ঘটনায় নির্যাতনের শিকার শিশুর বাবা বাদী হয়ে গৌরনদী থানায় একটি মামালা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ১২:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।