অনলাইন ডেস্ক | ২০ ফেব্রুয়ারি ২০২১ | ৯:৫৩ পূর্বাহ্ণ | 39 বার
বাংলাদেশ ইসলামী ঐকজোটের বিশেষ বিজ্ঞপ্তি (১)বাংলাদেশ ইসলামী ঐক্যজোট এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান প্রফেসর ডঃ আবুল কালাম আজাদের নামের স্থলে ভুলবশত প্রফেসর ডঃ আহমদ আবুল কালাম ছাপা হয়েছে প্রকৃতপক্ষে তার নাম হবে ড: প্রফেসর আবুল কালাম আজাদ।
(২) সমাজকল্যাণ সচিব বেগম আসপিয়া তরফদার এর পরিবর্তে লিয়াকত হোসেন পাভেল কে সমাজকল্যাণ সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে এবং আসপিয়া তরফদার কে দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সচিব (ইউরোপ ও বৃটেনের) দায়িত্ব প্রদান করা হয়েছে। (৩) স্বাস্থ্য বিষয়ক সচিব ড: ফরিদা বেগমের নামের পরিবর্তে প্রকৃত নাম হবে ড:বেগম ফরিদা ইসহাক। (৪) অধ্যাপক মশিউর রহমানকে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের সহ আন্তর্জাতিক বিষয়ক সচিব (তুরস্ক ও বলকান রাষ্ট্রসমূহ)। (৫) আল্লামা মুফতি শাহ জালাল আল মাদানী কে সহ-আন্তর্জাতিক বিযয়ক (সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে) সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে। (৬) শাইখুল হাদিস আল্লামা শাহ সুফি মিজানুর রহমান আল মাদানী কে ধর্ম ও গবেষণা বিষয়ক সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। (৭) আল্লামা খলিল উল্লাহ হানাফী (৮)মুফতি মাওলানা আব্দুল করিম (৯)হাফেজ মাওলানা সাজ্জাদুর রহমান (১০)অধ্যাপক মাওলানা গোলাম মোস্তফা মাদানী কে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৯:৫৩ পূর্বাহ্ণ | শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০২১
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।