অনলাইন ডেস্ক | ১১ মার্চ ২০২১ | ৮:১৩ পূর্বাহ্ণ | 113 বার
তিন ওয়ানডে ও তিন টোয়েন্টি খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন অবস্থান করছে নিউজিল্যান্ডে।
এরইমধ্যে ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ করেছে টাইগাররা। তার আগে চতুর্থবারের মতো করোনা পরীক্ষা দেয় বাংলাদেশ দল। যাতে সবাই নেগেটিভ হয়েছেন।
আগামী ২০ মার্চ থেকে শুরু হবে দু’দলের মাঠের লড়াই। এই সিরিজের খেলা যাবে বাংলাদেশের দুটি বেসরকারি টিভি চ্যানেল। দু’দলের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজটি দেখা যাবে বাংলাদেশের একমাত্র খেলাধুলা ভিত্তিক চ্যানেল টি-স্পোর্টস ও গাজী টিভিতে (জিটিভি)। কনসোর্টিয়াম প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের জন্য সিরিজের সম্প্রচার স্বত্ব কিনেছে টি-স্পোর্টস ও জিটিভি।
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি:
২০ মার্চ: ১ম ওয়ানডে, ডানেডিন
২৩ মার্চ: ২য় ওয়ানডে, ক্রাইস্টচার্চে
২৬ মার্চ: ৩য় ওয়ানডে, ওয়েলিংটন
২৮ মার্চ: ১ম টি-টোয়েন্টি, হ্যামিল্টন
৩০ মার্চ: ২য় টি-টোয়েন্টি, নেপিয়ার
১ এপ্রিল: ৩য় টি-টোয়েন্টি, অকল্যান্ড
বাংলাদেশ সময়: ৮:১৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।