অনলাইন ডেস্ক | ১০ নভেম্বর ২০২০ | ৫:৩৭ অপরাহ্ণ | 28 বার
এক সন্তানের জননী পুত্রবধূকে (২০) ধর্ষণের অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে গতকাল সোমবার তারাকান্দা থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে তারাকান্দা উপজেলার পিঠাসুতা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পিঠাসুতা গ্রামের ওই গৃহবধূর স্বামী স্থানীয় স’মিলের শ্রমিক এবং তিনি বাক প্রতিবন্ধী। সারাদিন ও গভীর রাত পর্যন্ত কাজে ব্যস্ত থাকার সুযোগে তার পিতা এবং গৃহবধূর শ্বশুর রহুল আমিন (৫৫) গত বৃহস্পতিবার রাতে ঘরে ঢুকে ধর্ষণ করেন। গতকাল সোমবার রাতে ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে শ্বশুর রুহুল আমিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, ধর্ষিতার লিখিত অভিযোগ পেয়েছি। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ৫:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।