ajkervabna.com
বৃহস্পতিবার ২৪শে জুন, ২০২১ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ

বিএসএফ’র গুলিতে ‍দুই বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক | ০৮ ডিসেম্বর ২০২০ | ২:৪৬ অপরাহ্ণ | 83 বার

বিএসএফ’র গুলিতে ‍দুই বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোর ৫টার সময় হরিপুর উপজেলার বেতনা সীমান্তের ২৬৭নং পিলারের নিকট এ ঘটনা ঘটে বলে জানান বড়পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম।

নিহতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের আবদুল মজিদের ছেলে রবিউল ইসলাম (২১) ও হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের মৃত ভাকু মোহাম্মদের ছেলে নাজির উদ্দিন (৩০)।

চেয়ারম্যান জানান, ভোরবেলা রবিউলসহ কয়েকজন বেতনা সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গেলে বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে আহত হন তারা। পরে আহত অবস্থায় বাংলাদেশে ফেরত আসে। পরিবারের সদস্যরা আহতদের নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দু’জনেই মারা যান।

বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ২:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০

ajkervabna.com |

advertisement
এ বিভাগের সর্বাধিক পঠিত
advertisement
আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
advertisement

©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।