ajkervabna.com
শুক্রবার ৬ই আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ ২২শে শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ

বিক্ষোভে যোগ দিতে দুপুরে সিলেট যাচ্ছেন হেফাজতের আমির-মহাসচিব

অনলাইন ডেস্ক | ২১ নভেম্বর ২০২০ | ১১:২৪ পূর্বাহ্ণ | 23 বার

বিক্ষোভে যোগ দিতে দুপুরে সিলেট যাচ্ছেন হেফাজতের আমির-মহাসচিব

ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী (স.)-কে নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে হেফাজত ইসলাম আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিতে আজ সিলেট যাচ্ছেন সংগঠনের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী ও মহাসচিব আল্লামা নূর হুসেইন কাসেমী।

জানা গেছে, সমাবেশে স্থলে বেলা ২টায় পৌঁছাবেন। দুপুর ১২টায় ঢাকা থেকে বিমানযোগ সিলেটের উদ্দেশ্যে তারা রওয়ানা হবেন।

হেফাজতে ইসলাম সিলেট শাখা এ বিক্ষোভের আয়োজন করে। সমাবেশটি নগরীর রেজিষ্ট্রারী মাঠে অনুষ্ঠিত হবে। নগরীর কোর্ট পয়েন্টে প্রশাসনের অনুমতি না পাওয়ায় স্থান পরিবর্তন করা হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন আল্লামা জুনাইদ বাবুনগরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নূর হুসেইন কাসেমী, আল্লামা মামুনুল হক, মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদীসহ কেন্দ্রীয় নেতারা।

এছাড়াও হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা রশীদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম জিহাদী, নায়েবে আমীর মাওলানা নরুল ইসলাম খান, অধ্যাপক আহমদ আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখবেন।

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ১১:২৪ পূর্বাহ্ণ | শনিবার, ২১ নভেম্বর ২০২০

ajkervabna.com |

advertisement
এ বিভাগের সর্বাধিক পঠিত
advertisement
আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
advertisement

©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।