ajkervabna.com
শুক্রবার ৬ই আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ ২২শে শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয়ে ভর্তির দাবিতে করা অনশন স্থগিত

নিজস্ব প্রতিবেদক | ৩০ অক্টোবর ২০২০ | ৩:৫৪ পূর্বাহ্ণ | 124 বার

বিশ্ববিদ্যালয়ে ভর্তির দাবিতে করা অনশন স্থগিত

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ভর্তির দাবিতে আমরণ অনশন কর্মসূচি আগামী রোববার পর্যন্ত স্থগিত করেছেন অপেক্ষমাণ তালিকায় থাকা অনশনরত শিক্ষার্থীরা।

তৃতীয় দিনের অনশনের পর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমানের আশ্বাসে তারা অনশন আগামী রোববার পর্যন্ত স্থগিত করেন।

অনশনরত শিক্ষার্থী মাহফুজুল হক বলেন, আগামী রোববার অপেক্ষমাণ তালিকায় থাকাদের ভর্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আলোচনা সভা ডেকেছেন। আলোচনা সভায় আমাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো ভর্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছিলেন আট শিক্ষার্থী। অনশন কর্মসূচি পালন করতে গিয়ে বুধবার মো. মিলন আলী ও দীপক চন্দ্র দাস অসুস্থ হয়ে পড়লে তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে তারা পুনরায় অনশনে অংশ নেন।

প্রসঙ্গত, বশেমুরবিপ্রবিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে শিক্ষার্থী ভর্তির পর ৪৪৪টি আসন ফাঁকা থাকে। এসব ফাঁকা আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির দাবি নিয়ে ২৭ অক্টোবর থেকে অনশন শুরু করেন ৮ জন শিক্ষার্থী।

ট্যাগ :
Facebook Comments Box

বাংলাদেশ সময়: ৩:৫৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০

ajkervabna.com |

advertisement
এ বিভাগের সর্বাধিক পঠিত
advertisement
আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
advertisement

©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।