অনলাইন ডেস্ক | ০৯ নভেম্বর ২০২০ | ৩:২৯ পূর্বাহ্ণ | 17 বার
নরসিংদীর রায়পুরা উপজেলায় চাচাতো বোনকে করা ইভটিজিংয়ের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভাই মো. অলিউল্লাহ। আজ রোববার বিকেলে উপজেলার ঝাউকান্দিতে তার নিজ বাড়িতে এ সাংবাদিক সম্মেলন করে বিচার দাবি করেন তিনি।
সাংবাদিক সম্মেলনে অলিউল্লাহ অভিযোগ করেন, ‘আমার চাচাতো বোন ২০১৭ সালে স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় পাশ্ববর্তী ইউনিয়নের মাঝের চর গ্রামের আব্বাস আলী হৃদয় নামে এক ছেলে তাকে ইভটিজিং করে আসছিল। বিদ্যালয়ে আসার সময় প্রায়ই উত্ত্যক্তসহ কু-প্রস্তাব দিত হৃদয়। পরে বিষয়টি জানাজানি হলে মেয়ের বাবা অর্থাৎ আমার চাচা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন। আদালত থেকে জামিনে এসে আসামি হৃদয় বিদেশে পালিয়ে যায়।’
ভুক্তভোগীর ভাই বলেন, ‘প্রায় দুই বছর পর আসামি হৃদয় দেশে ফিরে এখন আমার চাচার দায়ের করা মামলা তুলে নিতে চাচাকে মিথ্যা মামলায় জড়ানোসহ হুমকি-ধামকি দিয়ে আসছে। এ ব্যাপারে আমার চাচা গতকাল শনিবার থানায় একটি জিডি করেন।’
তিনি আরও বলেন, ‘আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি আমার চাচাতো বোনের ইভটিজিংয়ের বিচার দাবি করছি। এর পাশাপাশি আমার চাচার জীবনের নিরাপত্তা দাবি করছি।’ সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৩:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ নভেম্বর ২০২০
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।