ajkervabna.com
শনিবার ১৯শে জুন, ২০২১ খ্রিস্টাব্দ ৫ই আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ

মদের গ্লাস হাতে ছবি, বিতর্কে মুসলিম অভিনেত্রী

অনলাইন ডেস্ক | ১২ ডিসেম্বর ২০২০ | ৭:৪৯ পূর্বাহ্ণ | 95 বার

মদের গ্লাস হাতে ছবি, বিতর্কে মুসলিম অভিনেত্রী

বলিউড অভিনেত্রী হুমা কোরেশি। ২০১২ সালে মিডিয়া ক্যারিয়ার শুরু করেছিলেন মুসলিম এ অভিনেত্রী। এখন পর্যন্ত অভিনয় করেছেন প্রায় বিশটি সিনেমায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়া নেটিজেনদের কটূ আক্রমণের শিকার হয়েছেন তিনি

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন হুমা। সেখানে মদের গ্লাস হাতে দেখা গেছে তাকে। পাশে মদের বোতলও রাখা। ওই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শীতেও যখন মুম্বাইয়ে গ্রীষ্মকাল অনুভূত হয়, তখন আমি এভাবেই নিজেকে রিফ্রেশ করে নিই।’

শুধু তাই নয়, কীভাবে মদের পেগ তৈরি করতে হয় সেটিও শিখিয়ে দিয়েছেন হুমা। আর তাতেই ক্ষেপেছেন নেটিজেনদের একাংশ। মদের গ্লাস হাতে এভাবে অভিনেত্রী ছবি মেনে নিতে পারেননি অনেকে। তাই কমন্টেস ঘরে ফাইয়াজ আজমেদ নামে একজন লিখেছেন, ‘আপনার বাবাকে বলে দিবো।’ তার নিচেই আদনানি নামে একজন লিখেছেন, ‘আরে বাবারে একি করেছ তুমি!’

জয়রাজ নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘মদ পান হারাম।’ হাসান আহমেদ মন্তব্য করেছেন ‘একটু লজ্জ্বা করল।’ নওয়াব আদি শেখ লিখেছেন, ‘এটি আপনার সঙ্গে মানায়নি।’

মুসলিম মহিলা হিসেবে হুমা ‘পাপ’ করেছে। এমন মন্তব্যও করেছেন কেউ কেউ। অনেকে আবার প্রশ্ন তুলেছেন, এই পোস্টের মাধ্যমে কী বার্তা দিতে চাইছেন হুমা? যদিও এসব কমেন্টসের কোনো উত্তর দেননি হুমা। চুপ রয়েছেন সব দেখেও। হয়তো বিতর্কে জড়াতে চান না এ অভিনেত্রী, তাই নিরব দর্শকের ভূমিকা নিয়েছেন তিনি

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ৭:৪৯ পূর্বাহ্ণ | শনিবার, ১২ ডিসেম্বর ২০২০

ajkervabna.com |

advertisement
এ বিভাগের সর্বাধিক পঠিত
advertisement
আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
advertisement

©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।