ajkervabna.com
বৃহস্পতিবার ৫ই আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ ২১শে শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ

মধ্যরাতে ২ কিশোরীর উপর ঝাঁপিয়ে পড়লো জোড়া সিংহ

অনলাইন ডেস্ক | ২৪ ডিসেম্বর ২০২০ | ৮:৫৭ পূর্বাহ্ণ | 271 বার

মধ্যরাতে ২ কিশোরীর উপর ঝাঁপিয়ে পড়লো জোড়া সিংহ

ভারতের গুজরাটের জুনাগাধে সিংহের আক্রমণে মৃত্যু হলো এক কিশোরীর। সোমবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে এই ঘটনায় প্রাণে বেঁচে যায় ঐ কিশোরীর বোন। এ ঘটনায় এলাকাটিতে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, সম্প্রতি রাতের অন্ধকারে প্রকৃতির ডাকে সাড়া দিতে দুই বোন একসঙ্গে বের হয়েছিল। তখনই একসঙ্গে দুইটি সিংহ তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। মারা যাওয়া কিশোরীর নাম ভাবনা।

অপর কিশোরী রেখা জানায়, বাইরের কনকনে ঠান্ডা থেকে বাঁচতে চাদরে সারা শরীর মোড়া ছিল তাদের। সে সময় হঠাৎই তাদের ওপর লাফিয়ে পড়ে সিংহ দুটি। ভাবনার মাথা কামড়ে ধরে তাকে নিয়ে দৌড় দেয় তারা। তখন রেখা আতঙ্কে লাফিয়ে পড়ে পাশের এক পানির ট্যাঙ্কের দিকে। সেইসঙ্গে জোড়ে চিৎকারও করতে থাকে সে।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান তাদের পরিবারের সদস্যরা। শুরু হয় তল্লাশি। তাদের সঙ্গে ছিলেন এক সিংহ বিশেষজ্ঞও। সবাই মিলে চিৎকার শুরু করেন তারা। এর উদ্দেশ্য সিংহগুলো যেন চিৎকার ও হইহই শুনে পালিয়ে যায় ভাবনাকে ছেড়ে। কিন্তু সব পরিকল্পনাই ব্যর্থ হয়। কিছুক্ষণ পর সেখানে হাজির হয় বন দপ্তরের প্রতিনিধি দল। পরে উদ্ধার করা হয় ভাবনার মরদেহটি।

দেখা যায়, সিংহ দুটি ওই কিশোরীকে প্রায় ১৫০ মিটার দূরে টেনে নিয়ে গিয়ে খেতে শুরু করে দিয়েছিল। তার হাঁটু থেকে উরু পর্যন্ত খাওয়ার পর হইহই শুনে দেহটি সেখানেই রেখে পালিয়ে যায় তারা।

এ বিষয়ে বন দপ্তরের এক কর্মকর্তা বলেন, ওই কিশোরীরা চাদর মুড়ি দিয়ে রেখেছিল। তাই অন্ধকারে তাদের ছোট কোনো পশু বলে ভুল করে থাকতে পারে সিংহ দুটি। আপাতত তাদের ধরতে ফাঁদ পেতেছে বন দপ্তর।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ৮:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০

ajkervabna.com |

advertisement
advertisement
আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
advertisement

©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।