ajkervabna.com
বৃহস্পতিবার ২৩শে সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ ৮ই আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ

মনে ‘ভীষণ’ প্রেম, কিন্তু প্রেমিক খুঁজে পাচ্ছেন না শ্রীলেখা

অনলাইন ডেস্ক | ১২ ডিসেম্বর ২০২০ | ৯:২৬ পূর্বাহ্ণ | 140 বার

মনে ‘ভীষণ’ প্রেম, কিন্তু প্রেমিক খুঁজে পাচ্ছেন না শ্রীলেখা

ডিসেম্বরের মেঘলা সকাল। কুয়াশার চাদরে মোড়া চারদিক। ঘুম জড়ানো চোখে, নো মেক আপ লুকে আনমোড়া ভাঙছেন নায়িকা শ্রীলেখা মিত্র। আলস্য জড়ানো এমন একটা দিনে ভালবাসতে ইচ্ছে করছে তার।

সকাল সকাল ফেসবুক পেজে নিজের ঘুম ভাঙার  ছবি পোস্ট করে মনের ইচ্ছা জানিয়ে দিলেন শ্রীলেখা। বরাবরই মনের কথা খুলে বলতে ভালোবাসা শ্রীলেখার ‘ভীষণ’ প্রেম পাচ্ছে আজ। কিন্তু শুধু প্রেম পেলেই তো হলো না। চাই একজন মনের মানুষ। তাকেই নাকি এখনও খুঁজে পাননি অভিনেত্রী। নিজের কপালকে সেই জন্য দুষে তিনি লিখলেন, ‘এই ওয়েদারে ভীষণ প্রেম পাচ্ছে কিন্তু প্রেমিক পাচ্ছি না… সবই কপাল।

নিজের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে ভালোবাসেন শ্রীলেখা। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন প্রায় প্রতি মুহূর্তের আপডেট। দিন কয়েক আগেই মেয়ের জন্মদিনে ‘টুম্পা’ গানে নেচে বাজিমাত করেছেন অভিনেত্রী। ফেসবুকে তার ছোট্ট একটি ক্লিপিংও পোস্টও করেছিলেন তিনি। এভাবেই পরিবার এবং অভিনয় নিয়ে বেশ সময় কেটে যাচ্ছে অভিনেত্রীর।

এর মধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছিল, সিপিএম-এ যোগ দিতে চলেছেন অভিনেত্রী। তবে সেই গুজবকে এক ফুৎকরে উড়িয়ে দিয়ে শ্রীলেখা জানান, বর্তমানে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা তার নেই। কারণ অভিনয় এবং রাজনীতি একসঙ্গে সামলাতে পারবেন না তিনি। আপাতত শিল্পী হিসাবে নিজের কাজেই মন দিতে চান শ্রীলেখা।

সূত্র: আনন্দবাজার

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ৯:২৬ পূর্বাহ্ণ | শনিবার, ১২ ডিসেম্বর ২০২০

ajkervabna.com |

advertisement
এ বিভাগের সর্বাধিক পঠিত
advertisement
আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
advertisement

©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।