অনলাইন ডেস্ক | ০৪ নভেম্বর ২০২০ | ১০:৩১ পূর্বাহ্ণ | 37 বার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মির্জা আব্বাস দম্পতি দুদিন যাবত অসুস্থ ছিলেন। মঙ্গলবার তাদের করোনা পরীক্ষা করালে রেজাল্ট পজিটিভ আসে। তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় আইসোলেশনে রয়েছেন।
রোগমুক্তির জন্য মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বাংলাদেশ সময়: ১০:৩১ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ নভেম্বর ২০২০
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।