ajkervabna.com
বৃহস্পতিবার ২৪শে জুন, ২০২১ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ

মুক্তাগাছায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | ২৯ অক্টোবর ২০২০ | ১২:৩১ পূর্বাহ্ণ | 47 বার

মুক্তাগাছায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের মুক্তাগাছায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফজলু মিয়া (৫৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ফজলু মিয়া উপজেলার তারাটি পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

বুধবার (২৮ অক্টোবর) সকালে নিজ বাড়ি থেকে ফজলু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ধর্ষণের ঘটনা ঘটে। ওইদিন রাতে শিশুর মা বাদী হয়ে মুক্তাগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি মাঠে সহপাঠীদের নিয়ে খেলছিল ওই শিশু। এমন সময় প্রতিবেশী ফজলু মিয়া তাকে ডেকে নিয়ে পাশের ধান ক্ষেতে ধর্ষণ করে। শিশুর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ফজলু মিয়া পালিয়ে যায়।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, আসামিকে গ্রেফতার করে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে ওই শিশুর ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগ :
Facebook Comments Box

বাংলাদেশ সময়: ১২:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০

ajkervabna.com |

advertisement
এ বিভাগের সর্বাধিক পঠিত
advertisement
আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
advertisement

©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।