বিনোদন ডেস্ক | ২৭ নভেম্বর ২০২০ | ৩:১০ অপরাহ্ণ | 19 বার
ভারতীয় গায়িকা মোনালি ঠাকুর। বলিউড-টলিউডের এই মুহূর্তের প্রথম সারির গায়িকা তিনি। নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেছেন মোনালি। এমনটাই জানা গেছে তার ইনস্টাগ্রাম সূত্রে।
নিজের ইনস্টাগ্রামে জিমের একটি ভিডিও পোস্ট করেছেন মোনালি। ওয়েট লিফটিং করতে দেখা গেছে তাকে। ক্যাপশনে এ গায়িকা লিখেছেন, ‘স্বাস্থ্য এবং শক্তিবৃদ্ধি, কোনো অজুহাত ছাড়াই। অবশেষে নিজের স্বাস্থ্য এবং শক্তি ফিরে পেয়ে আমি উচ্ছ্বসিত। আমার শরীরের পরিবর্তন শুরু হয়েছে, ধীরে হলেও শরীর আমার কথা শুনছে। দুই বছর কোনো ওয়ার্ক আউট নেই এবং যুদ্ধ চলেছে শরীরের সঙ্গে। অবশেষে আশার আলো।’
মোনালি পোস্টে হুমড়ি খেয়ে পড়েছেন তার ভক্তরা। লাইক, কমেন্টেসের বন্যা বয়ে গেছে পোস্টে। নেটিজেনরা মোনালির ওয়ার্ক আউটকে বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন। কমেন্টসগুলো থেকে সেটাই ধারণা করা গেছে।
এদিকে, কয়েক মাস আসে বাবাকে হারিয়েছেন এ গায়িকা। বাবার মৃত্যুর খবর শুনে সুইজারল্যান্ড থেকে ভারতে ফিরে আসেন। সেসময় কঠিন সময় পার করেছিলেন মোনালি ঠাকুর। স্ট্রেস কমিয়ে নিজেকে ফিট রাখতে জিমে ঘাম ঝরাচ্ছেন মোনালি। মাঝেমধ্যে সালসা নাচতেও দেখা গিয়েছিল তাকে।
বাংলাদেশ সময়: ৩:১০ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।