বিনোদন ডেস্ক | ২৬ নভেম্বর ২০২০ | ১০:৫২ অপরাহ্ণ | 24 বার
বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা খান। প্রায়ই খবরের শিরোনামে আসে তার নাম। স্টার কিড হিসেবে সুহানার প্রতিও বাড়তি আকর্ষণ রয়েছে নেটিজেনদের। সুহানাও মাঝে মধ্যে ঝলক দেখান তার ভক্তদের।
এবার ইনস্টাগ্রামে নিজের নতুন ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন শাহরুখ কন্যা। শেয়ার করা ছবিতে সমুদ্রপাড়ে স্কার্ট পরা সুহানাকে দেখা গেছে। তাতেও হুমড়ি খেয়ে পড়েছেন দর্শক। তার পোশাকের প্রশংসা করেছেন নেটিজেনদের কেউ কেউ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের মুখে পড়তে হয়েছিল সুহানাকে। তাকে ‘কালি’ সম্বোধন করেছিল নেটিজেনরা। সুহানাও পাল্টা জবাব দিয়েছিলেন এ মন্তব্যের। এরপর থেকে বেশ সচেতন এ স্টার কিড। নিজেকে সমালোচনায় যেন পড়তে না হয় সেজন্য বাড়তি সচেতন থাকেন তিনি। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।
বাংলাদেশ সময়: ১০:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।