ajkervabna.com
বৃহস্পতিবার ২৪শে জুন, ২০২১ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ

শিগগিরই মা হতে চান সানা খান

অনলাইন ডেস্ক | ১৮ ডিসেম্বর ২০২০ | ২:০৩ অপরাহ্ণ | 93 বার

শিগগিরই মা হতে চান সানা খান

গুজরাটের মাওলানা আনাসকে বিয়ের পর থেকেই আলোচনায় বলিউড অভিনেত্রী সানা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার শীর্ষে তার অবস্থান। স্বামীর সঙ্গে ছবি বা ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল বনে যান তিনি।

এবার নতুন খবরে আলোচনায় সানা খান। শিগগিরই তিনি মা হতে চান বলে জানান তিনি। যদিও আনাস তাকে কখনও এ বিষয়ে তাড়াহুড়ো করতে বলেন না।  এ ছাড়া আনাসকে নিজের জীবনে পেয়েও অত্যন্ত খুশি তিনি।

বিয়ের পর কাশ্মীরে হানিমুনের জন্য পাড়ি দেন সানা খান। কাশ্মীরে গিয়ে কখনও গুলমার্গ আবার কখনো পহেলগাঁওয়ে গিয়ে ছবি শেয়ার করেন সানা, যা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

হানিমুন থেকে ফেরার পর সানা আরও জানান, তিনি আনাসের পূর্বপরিচিত। ২০১৭ সালে প্রথম তার সঙ্গে আনাসের পরিচয় হয় মক্কায় গিয়ে। এরপর ২০১৮ সালে এক ধর্মগুরুর সঙ্গে পরিচয় করিয়ে দেন আনাস সাইদ। ২০১৮ সালের পর ২০২০-এ এসে তারা বিয়ের সিদ্ধান্ত নেন বলে জানান সানা।

আনাসের সঙ্গে বিয়ের পর কে কী বলল, তা নিয়ে ভাবেন না তিনি। আনাসকে বিয়ে করে তিনি খুশি বলে স্পষ্ট জানান এক সময়ের প্রাক্তন অভিনেত্রী।

ধর্মের টানে বিনোদন দুনিয়া ছেড়ে দেন সানা। বেছে নেন সাধারণ জীবন। গত ২০ নভেম্বর বিয়ে করেন মাওলানা আনাস সাঈদকে।

সূত্র: জি নিউজ

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ২:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০

ajkervabna.com |

advertisement
এ বিভাগের সর্বাধিক পঠিত
advertisement
আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
advertisement

©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।