হুমায়ুন কবির | ০৮ নভেম্বর ২০২০ | ৫:৩০ অপরাহ্ণ | 277 বার
কিছু দিনের মধ্যেই বাজারে আসছে এ যুগের প্রতিভাবন লেখক, গীতিকার সাহদীন সাবুর লেখা রোমান্টিক গানের এলভাম। ইতিমধ্যে তিনটি গানের রেকর্ডিং সম্পর্ন করেছেন। সাহদীন সাবুর লেখা গানে কন্ঠ দিয়েছেন প্রতিশ্রুতিশীল শিল্পী ও তরুণ প্রজন্মের গায়িকা রোকসানা মির্জা।
সাহ্দীন সাবুর কথায় ও তারেক হামীম এবং এম.জে. মিশুর সুর ও সংগীতে সিডি চয়েসের ব্যানারে আসছে গানগুলো।
তিনটি গান যথাক্রমে তুমি আইও আইও, চোখে চোখ পরড়ছে ও মনের বনে। এছাড়া তুমি আইও আইও ও মনের বনে গানের সুর করেছেন অনুপম হালদার।
গীতিকার সাহদীন সাবু একজন পতিভাবান লেখক। ছোট বেলা থেকেই তার লেখা লেখির অভ্যাস ছিল। ইতিমধ্যে তিনি অসংখ্য গান , গল্প ও নাটক লিখেছেন।
তার এই তিনটি মৌলিক গান খুব শিঘ্রই মিউজিক ভিডিও আকারে আসছে। ভিডিও পরিচালনা করছেন প্রথিতযশা নাট্য পরিচালক অপি আশরাফ। এছাড়াও বেশ কিছু নতুন গান নিয়ে সাহদীন সাবু কাজ করছেন।
বাংলাদেশ সময়: ৫:৩০ অপরাহ্ণ | রবিবার, ০৮ নভেম্বর ২০২০
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।