অনলাইন ডেস্ক | ১৫ নভেম্বর ২০২০ | ১২:০৪ অপরাহ্ণ | 39 বার
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ডিসেম্বরে যে ভার্চুয়াল বৈঠকটি হওয়ার কথা সেটি ১৬-১৭ তারিখে হতে পারে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে শনিবার এই খবর দিয়েছে ভারতের বেসরকারি সংবাদ সংস্থা আইএএনএস।
এর আগে ২৮ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তার অফিসে সাংবাদিকদের বলেন, ‘এটি হবে ভার্চুয়াল বৈঠক। তবে করোনা পরিস্থিতির উন্নতি হলে ডিসেম্বরে মুখোমুখি বৈঠকও হতে পারে।’
বৈঠক সম্পর্কে ওই সময় বিস্তারিত না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আভাস দেন ডিসেম্বরে আলোচনার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি সই হতে পারে।
তিনি তখন বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী ও ভালো বন্ধু। আমরা বহু বিষয় আলোচনা করেছি।’
স্বাধীনতা দিবস ২৬শে মার্চে মোদিকে বাংলাদেশে আসতেও আমন্ত্রণ জানিয়েছে সরকার।
বাংলাদেশ সময়: ১২:০৪ অপরাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২০
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।