অনলাইন ডেস্ক | ০২ ডিসেম্বর ২০২০ | ৮:২১ অপরাহ্ণ | 69 বার
শেরপুর শহরের নওহাটা এলাকার একটি পুকুরের পানিতে ভাসমান অবস্থায় ৭ মাস বয়সী আরাফাত তাসিন নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে শিশুটির মা নুরুন্নাহার পলাতক রয়েছে। বুধবার (২ ডিসেম্বর ) সকালে বাড়ির পাশের ওই পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, শেরপুর শহরের নওহাটা এলাকার রড-সিমেন্ট ব্যবসায়ী আবু সামা ও নুরুন্নাহার দম্পতির চার ছেলে-মেয়ে। এদের মধ্যে গত ৭ মাস আগে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আরাফাত তাসিনের জন্ম হয়। তাসিনের জন্মের পর থেকেই মা নুরুন্নাহার অসুস্থ ও অস্বাভাবিক আচরণ করে আসছিল। একপর্যায়ে শিশু তাসিনকে তার মা সহ্য করতে পারছিল না। এ অবস্থায় তার বিশ্ববিদ্যালয় পড়-য়া বড় বোন শ্রাবণী ও স্কুলপড়ুয়া বোন লাবণীর কাছে বড় হতে থাকে তাসিন। বুধবার সকালে মা নুরুন্নাহার ও শিশু তাসিনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তাসিনের লাশ দেখতে পায় স্থানীয়রা। এই সময় থেকে মা নুরুন্নাহারকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত তাসিনের বোন লাবনী জানায়, তাসিনের জন্মের পর থেকেই মা নুরুন্নাহার অসুস্থ ছিল। রাতে ঠিক মতো ঘুমাতো না। একসময় পাগলের মতো আচরণ করতে থাকে। এরপর থেকে সে ও তার বড় বোন ভাইয়ের দেখাশোনা করছিল। বুধবার ভোর রাত থেকে তার মায়ের কোন সাড়াশব্দ পাচ্ছিল না। এ ছাড়া ভাই ভোরে কান্নাকাটি করলেও আজ কোন আওয়াজ না পাওয়ায় বাইরে গিয়ে খোঁজ করে সে। কিন্তু দুজনের কাউকেই না পেয়ে ঘরে এসে আবার সে ঘুমিয়ে পড়ে। একপর্যায়ে প্রতিবেশীরা পাশের পুকুরে ডুবন্ত অবস্থায় তাসিনের পা ভাসতে দেখে তাদের খবর দেয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে মা পলাতক। এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ৮:২১ অপরাহ্ণ | বুধবার, ০২ ডিসেম্বর ২০২০
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।