অনলাইন ডেস্ক | ১১ নভেম্বর ২০২০ | ২:১৯ পূর্বাহ্ণ | 17 বার
যশোরের বাঘারপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সোয়াইব হোসেন (১০) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাঘারপাড়া-খাজুরা সড়কের নলডাঙ্গা এলাকায় সাইকেলে থাকা শিশুর বুকের ওপর দিয়ে চলে যায় ট্রাকটি।
এ ঘটনায় ঘাতক ট্রাক ড্রাইভার ও হেলপারকে আটক করে পুলিশ হেফাজতে দেয় ক্ষুব্ধ জনতা। নিহত সোয়াইব উপজেলার রায়পুর ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে রায়পুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনটি বাইসাইকেলযোগে তিনজন শিশু শিক্ষার্থী রায়পুরের দিকে যাচ্ছিল। নলডাঙ্গা এলাকায় পৌঁছালে বাঘারপাড়ার দিক থেকে ছেড়ে আসা একটি ধান বোঝাই ট্রাক সোয়াইবের বুকের উপর উঠিয়ে দেয়। এতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রায়পুর পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মতিয়ার রহমান জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে নিহতের পরিবার ও ট্রাক মালিকেরা কথা বলে মীমাংসার চেষ্টা করছে। নিহতের পরিবার মামলা করলে, মামলা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ২:১৯ পূর্বাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২০
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।