আনোয়ার হোসেন আন্নু,সাভার: | ১৩ নভেম্বর ২০২০ | ৬:৩৯ পূর্বাহ্ণ | 329 বার
সাভারে সুমন মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সাভারের রাজাশন আমতলা এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এরপর থেকেই পলাতক সুমন মিয়া।
নিহত ওই গৃহবধূর নাম পিংকি খাতুন (২২)। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার জামাল উদ্দিনের মেয়ে। সুমন ও পিংকি সাভারের রাজাশন আমতলা এলাকায় এক বাসায় ভাড়া থাকতেন।
স্বজনরা জানায়, গতকাল রাতে পিংকিকে পিটিয়ে গুরুতর আহত করেন সুমন মিয়া। পরে পিংকি অজ্ঞান হয়ে পড়লে তাঁর চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ফটকের সামনে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যান সুমন। পরে হাসপাতালের চিকিৎসকরা পিংকিকে মৃত ঘোষণা করেন।
এরপর রাতেই সাভার মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম জানান, কীভাবে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ৬:৩৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।