আন্তর্জাতিক ডেস্ক | ১০ নভেম্বর ২০২০ | ২:৫৬ পূর্বাহ্ণ | 23 বার
সোমবার আজারবাইজানে গুলি করে নামানো হল রাশিয়ার একটি মিলিটারি হেলিকপ্টারকে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, এর জেরে মৃত্যু হয়েছে দুজন ক্রু মেম্বারের, আহত হয়েছে একজন। আরও বলা হয়েছে, এমআই -৪৪ হেলিকপ্টারটি আজারবাইজানের সীমান্তের কাছে একটি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা হামলার সম্মুখীন হয়।
সীমান্তে আসতেই মুহুর্মুহ এই হামলার ঘটনার পরেই রাশিয়ার কাছে ক্ষমা চায় আজারবাইজানীয় পক্ষ। জানানো হয়, এটি একটা দুর্ঘটনা। মস্কোর বিরুদ্ধে আঘাত হানার কোনও উদ্দেশ্য ছিল না বলে জানানো হয়। চলতি মাসেই আরও যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে আজারবাইজান। চলতি মাসে মোট তিনটি যুদ্ধবিমানকে নামিয়েছে দেশটি।
উল্লেখ্য, নাগর্নো-কারাবাখে বিতর্কিত এলাকা কার এই নিয়ে প্রায় দেড় মাস আগে যুদ্ধ শুরু হয় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে। ২৭ সেপ্টেম্বর থেকে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘাত চলে আসছে। ১০ অক্টোবর থেকে তৃতীয় যুদ্ধবিরতি ভঙ্গ করে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই দেশ তুমুল সংঘাতে জড়ায়। সূত্র : কলকাতা টোয়েন্টিফোর।
বাংলাদেশ সময়: ২:৫৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।