খেলাধুলা ডেস্ক | ১৫ নভেম্বর ২০২০ | ১:৩৫ অপরাহ্ণ | 24 বার
মোহাম্মদ হাফিজের দুর্দান্ত ইনিংসের সুবাদে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে খেলার আশা বেঁচে আছে তামিম ইকবালের দল লাহোর কালান্দার্সের। শনিবার রাতে প্লে-অফের প্রথম এলিমিনেটরে পেশোয়ার জালমিকে ৫ উইকেটে হারিয়েছে লাহোর। ব্যাট হাতে ১০ বলে ১৮ রান করেছেন তামিম।
এই জয়ে দ্বিতীয় এলিমিনেটরে উঠেছে লাহোর। সেখানে তাদের প্রতিপক্ষ মুলতান সুলতানস। গতকালই প্রথম কোয়ালিফাইয়ারে করাচি কিংসের কাছে সুপার ওভারে হারের মুখ দেখে মুলতান। ম্যাচটি জিতে সরাসরি ফাইনালে উঠেছে করাচি।
করাচিতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে লাহোর। ব্যাটসম্যানদের ছোট-ছোট ইনিংসের সুবাদে ভালো সংগ্রহ পায় পেশোয়ার। ২০ ওভারে ৯ উইকেটে ১৭০ রান করে তারা। দলের পক্ষে শোয়েব মালিক ৩৯ ও দক্ষিণ আফ্রিকার হাদুর্স ভিলোজেন ১৬ বলে ৩৭ রান করেন।
জবাবে ফখর জামানের সঙ্গে ইনিংস শুরু করেন তামিম। দ্বিতীয় ওভারে দু’টি চার মারেন তিনি। তৃতীয় ওভারের প্রথম বলে জামানকে হারালেও চতুর্থ বলে ছক্কা হাঁকান টাইগার ওপেনার। তবে ঐ ওভারের শেষ বলে বিদায় নিতে হয় তামিমকে। দলীয় ২৫ রানে ফেরেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এর আগে ২টি চার ও ১টি ছক্কায় ১৮ রান করেন তামিম।
বাংলাদেশ সময়: ১:৩৫ অপরাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২০
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।