অনলাইন ডেস্ক | ১২ নভেম্বর ২০২০ | ১:২৪ পূর্বাহ্ণ | 103 বার
হেফাজতের দূর্গ আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা। মাদ্রাসাটির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন প্রয়াত হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফি। এবার নানা আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে আল্লামা শফির উত্তরসূরি নির্ধারণে এই মাদ্রাসা প্রাঙ্গণে প্রথমবারের মতো কেন্দ্রীয় সম্মেলন ডেকেছে ‘অরাজনৈতিক সংগঠন’ বলে দাবি করা হেফাজত।
আগামী রোববার সকাল ১০টা থেকে হাটহাজারী মাদ্রাসা মিলনায়তনে হেফাজতের সম্মেলনে অনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলবে। এতে সভাপতিত্ব করবেন হেফাজতের বর্তমান সিনিয়র নায়েবে আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী। বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।
তিনি আরও জানান, হেফাজতের প্রায় সাড়ে ৩০০ জন কেন্দ্রীয় শীর্ষ মুরুব্বিরাই ঠিক করবেন কে হবেন প্রয়াত আল্লামা আহমদ শফির উত্তরসূরি। ইতিমধ্যে কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে হেফাজত নেতাকর্মীদের মধ্যে তোড়জোড় শুরু হয়েছে বলেও জানান তিনি।
হেফাজত সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর হেফাজতের আমির আহমদ শফির মৃত্যুর মধ্য দিয়ে সংগঠনটির আমিরের পদ শূন্য হয়। আগামী রোববারের সম্মেলনে নতুন আমির নির্বাচনের বিষয়টি প্রাধান্য পাবে বলে জানিয়েছেন হেফাজতের একাধিক নেতা। এক্ষেত্রে হেফাজতের নতুন আমির হিসেবে সবার গ্রহণযোগ্য এবং রাজনৈতিক কোনো অভিলাষ নেই বলে বর্তমান মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর নাম বিবেচনার শীর্ষে রয়েছে।
প্রসঙ্গত, ২০১০ সালের ১৯ জানুয়ারী দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত ওলামা সম্মেলনে গঠিত হয়েছিল চট্টগ্রাম কেন্দ্রীক অরাজনৈতিক কওমি আক্বীদাভিত্তিক ইসলামী সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ। সেই সম্মেলনে প্রয়াত আল্লামা শাহ্ আহমদ শফি সংগঠনটির প্রতিষ্ঠাতা আমির মনোনীত হন। পরবর্তীতে নবী ও রাসুলের (সা.) অবমাননা, নারী উন্নয়ন নীতিমালা ও ধর্মনিরপেক্ষ শিক্ষানীতির বিরোধিতার মধ্য দিয়ে হেফাজতের আত্মপ্রকাশ হলেও ২০১৩ সালে ৫ মে ১৩ দফা দাবিতে রাজধানীর শাপলা চত্ত্বর অবরোধের মাধ্যমে সংগঠনটি বিশ্বজুড়ে আলোচনায় আসে।
বাংলাদেশ সময়: ১:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।