ajkervabna.com
বৃহস্পতিবার ২৯শে জুলাই, ২০২১ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ

হেফাজত নেতার চট্টগ্রামে প্রবেশ ঠেকাতে ছাত্রলীগ ও যুবলীগের অবস্থান

অনলাইন ডেস্ক | ২৭ নভেম্বর ২০২০ | ১:৫৫ অপরাহ্ণ | 112 বার

হেফাজত নেতার চট্টগ্রামে প্রবেশ ঠেকাতে ছাত্রলীগ ও যুবলীগের অবস্থান

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে চট্টগ্রামে ঢুকতে না দিতে বিভিন্ন স্থানে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের অবস্থান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতাকারী হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে চট্টগ্রামে ঢুকতে না দেয়ার ঘোষণার অংশ হিসেবে সকালে থেকে শাহ আমানত বিমান বন্দরে অবস্থান নিয়েছে যুবলীগ।

এছাড়া নগরীর অক্সিজেন মোড়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট, আমিন বাজার চৌধুরীর হাটসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। আজ রাত ৮টায় হাটহাজারী কলেজ মাঠে হেফাজতের একটি মাহফিলে মামুনুল হকের উপস্থিত থাকার কথা রয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার থেকে উত্তেজনা বিরাজ করছে চট্টগ্রামে।

এদিকে, নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা জানান, যেকোনও মূল্যে মামুনুল হককে চট্টগ্রামে আসতে দেয়া হবে না।

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ১:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০

ajkervabna.com |

advertisement
এ বিভাগের সর্বাধিক পঠিত
advertisement
আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
advertisement

©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।