অনলাইন ডেস্ক | ১১ ডিসেম্বর ২০২০ | ৪:১৭ অপরাহ্ণ | 193 বার
করোনা মহামারির মধ্যে ২০২১ সালে খুলতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সব অফিস। প্রতিষ্ঠানটি তাদের ৫০ হাজার কর্মকর্তা-কর্মচারীদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে অফিস করার নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
একই সঙ্গে ভ্যাকসিন সহজলভ্য না হওয়া পর্যন্ত কর্মীদের কর্মস্থলে আসার বিষয়টিও শিথিল করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেছে প্রতিষ্ঠানটির কর্ণধার মার্ক জাকারবার্গ।
কর্মস্থলে যোগ দিতে ভ্যাকসিন নিতে হবে কিনা কর্মীদের এমন প্রশ্নের জবাবে জাকারবার্গ বলেছেন, ভ্যাকসিন সহজলভ্য না হওয়া পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি মেনে অফিস করতে হবে। অফিসে আসতে ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করা হবে না।
এরই মধ্যে অনেক কর্মী বাড়ি থেকে কর্মস্থলে ফিরেছেন বলেও জানান তিনি।
জাকারবার্গ আরও জানান, তিনি নিজেও অপেক্ষা করছেন ভ্যাকসিনের। অফিস খোলার পর সারা বিশ্ব থেকে করোনা ভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত মানা হবে কঠোর স্বাস্থ্যবিধি।
প্রসঙ্গত, ইতোমধ্যে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অধিকাংশ কর্মচারী বাড়ি থেকে কাজ চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, স্বল্পসংখ্যক কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে থেকেই চালাচ্ছেন তাদের কাজকর্ম।
সূত্র: জিনিউজ
বাংলাদেশ সময়: ৪:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
ajkervabna.com | ajker vabna
©- 2021 ajkervabna.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।